
মনে করি, ঘরের ছাদের উচ্চতা $AB=h$ মিটার, ভুতলস্থ $C$ বিন্দুর অবনতি $\angle CAD=30^\circ$ এবং $AC=20$ মিটার।
$DA \parallel BC$ এবং $AC$ তাদের ছেদক।
$\therefore \angle ACB=30^\circ$ (একন্তর কোণ)
$\triangle ABC$ থেকে পাই,
$sin \angle ACB=\frac{AB}{AC}$
বা, $sin 30^\circ = \frac{h}{20}$
বা, $\frac12=\frac{h}{20}$
[$\because sin30^\circ=\frac12$]
বা, $2h=20$
বা, $h=\frac{20}{2}$
$\therefore h=10$
সুতরাং ঘরটির উচ্চতা $10$ মিটার। [Answer]