মনে করি, একক স্থানীয় অঙ্কটি $x$
তাহলে, দশক স্থানীয় অঙ্কটি $9-x$
$\therefore$ সংখ্যাটি,
$10 \times$দশক স্থানীয় অঙ্ক $+$ একক স্থানীয় অঙ্ক
$=10(9-x)+x$
$=90-10x+x$
$=90-9x$
অঙ্ক দুইটি স্থান বিনিময় করলে সংখ্যাটি হয় $10x+(9-x)$$=9x+9$
প্রশ্নমতে,
$9x+9=90-9x-45$
বা, $9x+9x=45-9$
বা, $18x=36$
বা, $x=\frac{36}{18}$
$\therefore x=2$
সুতরাং সংখ্যাটি $90-9x$$=90-9\times2$$=90-18$$=72$ [Answer]