মনে করি, পঁচিশ পয়সার মুদ্রার সংখ্যা $x$ টি
$\therefore$ পঞ্চাশ পয়সার মুদ্রার সংখ্যা $(120-x)$ টি
এখন, $35$ টাকা $=(35\times100)$$=3500$ পয়সা
প্রশ্নমতে,
$25x+50(120-x)=3500$ পয়সা
বা, $25x+600-50x=3500$
বা, $25x-50x=3500-6000$
বা, $-25x=-2500$
বা, $x=\frac{-2500}{-25}$
$\therefore x=100$
$\therefore$ পঁচিশ পয়সার মুদ্রার সংখ্যা $100$ টি।
এবং পঞ্চাশ পয়সার সংখ্যা $(120-100)$$=20$ টি।
Answer: পঁচিশ পয়সার মুদ্রা $100$টি এবং পঞ্চাশ পয়সার মুদ্রা $20$টি।