আমরা জানি, ত্রিভুজের তিন কোণের সমষ্টি ১৮০°
দেওয়া আছে, একটি ত্রিভুজের দুইটি কোণের পরিমাণ ২৮° ও ৬২°।
সুতরাং অপরকোণটি ১৮০°$-$(২৮°$+$৬২°) =১৮০°$-$৯০° =৯০°
আমরা জানি, যদি কোনো ত্রিভুজের একটি কোণ সমকোণ বা ৯০° হয় তবে তা সমকোণী ত্রিভুজ।
সুতরাং, কোনো একটি ত্রিভুজের দুইটি কোণের পরিমাণ ২৮° ও ৬২°। ত্রিভুজটি হচ্ছে সমকোণী ত্রিভুজ।