
যেহেতু, $AB=AC$ তাই এটি একটি সমবাহু ত্রিভুজ।
আমরা জানি, সমবাহু ত্রিভুজের সমবহুদ্বয় এবং অপর বাহুর সাথে উৎপন্ন কোণ দুইটি পরস্পর সমান।
অর্থাৎ $\angle B=\angle C = 48^\circ$
দেওয়া আছে, $EF \parallel BC$
সুতরাং $\triangle AEF$-ও একটি সমদ্বিবাহু ত্রিভুজ, যার $AE=AF$
সতরাং, $\angle B =$ অনুরূপ কোণ $\angle AEF = 48^\circ$
এবং $\angle C =$ অনুরূপ কোণ $\angle AFE = 48^\circ$
আমরা জানি, ত্রিভুজের তিন কোণের সমষ্টি $180^\circ$
সুতরাং,
$\angle A$ বা, $\angle EAF=180^\circ- \angle AEF -\angle AFE = 84^\circ$
তহালে নির্ণেয় মান :
$\angle A + \angle AFE =84^\circ + 48^\circ = 132^\circ$