দেওয়া আছে, $f(x)=2x+1$
ধরি, $f(x)=y$ তাহলে বিপরীত ফাংশন, $x=f^{-1}(y)$ -----($i$)
যেহেতু দেওয়া আছে, $f(x)=2x+1$
এবং ধরা হয়েছে, $f(x)=y$
সুতরাং
$2x+1=y$
বা, $2x=y-1$
বা, $2x=y-1$
$\therefore x=\frac{y-1}{2}$ -----($ii$)
($i$) নং সমীকরণ অনুসারে $x=f^{-1}(y)$
($ii$) নং সমীকরণ অনুসারে, $x=\frac{y-1}{2}$
সুতরাং, $f^{-1}(y)=\frac{y-1}{2}$ -----($iii$)
যেহেতু, $f^{-1}(2)$ এর মান নির্ণয় করতে হবে, তাই ($iii$) নং সমীকরণে $y$ এর পরিবর্তে $2$ বসালেই ফলাফল পাওয়া যাবে।
$f^{-1}(2)=\frac{2-1}{2}$
$\therefore f^{-1}(2)=\frac{1}{2}$