
মনে করি,
গাছের উচ্চতা $AC=h$ মিটার।
এখানে, গাছের পদদেশ $C$ থেকে $20$ মিটার দূরে ভূতলস্থ $B$ বিন্দুতে গাছের চূড়ার উন্নতি $\angle ABC=60^\circ$ এবং $BC=20$ মিটার।
$\triangle ABC$ থেকে পাই,
$tan \angle ABC=\frac{AC}{BC}$
বা, $tan60^\circ=\frac{h}{20}$
বা, $\sqrt3=\frac{h}{20}$
[$\because tan60^\circ=\sqrt3$
বা, $h=20\sqrt3$
$\therefore h=34.641$ (প্রায়)
সুতরাং গাছটির উচ্চতা $34.641$ মিটার প্রায়। [Answer]