মনে করি, $5\%$ হারে বিনিয়োগের পরিমাণ $x$ টাকা।
তাহলে, $4\%$ হারে বিনিয়োগের পরিমাণ $(5600-x)$ টাকা
$5\%$ হারে $x$ টাকার $1$ বছরের লাভ $x \times \frac{5}{100} \times 1$ $=\frac{x}{20}$ টাকা।
$4\%$ হারে $(5600-x)$ টাকার $1$ বছরের লাভ $(5600-x) \times \frac{4}{100} \times 1$ টাকা $=\frac{5600-x}{25}$ টাকা।
$\therefore$ মোট লাভ $\left(\frac{x}{20}+\frac{5600-x}{25}\right)$ টাকা
প্রশ্নমতে,
$\frac{x}{20}+\frac{5600-x}{25}=256$
বা, $\frac{x}{20}+\frac{5600}{25}-\frac{x}{25}=256$
বা, $\frac{x}{20}+224-\frac{x}{25}=256$
বা, $\frac{x}{20}-\frac{x}{25}=256-224$
বা, $\frac{5x-4x}{100}=32$
বা, $\frac{x}{100}=32$
$\therefore x=3200$
সুতরাং, ঐ ব্যক্তি $5\%$ হারে $3200$ টাকা বিনিয়োগ করেছেন।
Answer: $3200$ টাকা।