মনে করি, কেবিনের যাত্রী সংখ্যা $x$
যেহেতু ডেকের ভাড়া $30$ টাকা, সেহেতু কেবিনের ভাড়া $(30\times2)$ বা $60$ টাকা।
$\therefore$ ডেকের যাত্রী সংখ্যা $(47-x)$
প্রশ্নমতে,
$60x+30(47-x)=1680$
বা, $60x+1410-30x=1680$
বা, $30x=1680-1410$
বা, $x=\frac{270}{30}$
$\therefore x=9$
$\therefore$ কেবিনের যাত্রী সংখ্যা $9$ জন। [Answer]