আমরা জানি, দূরত্ব $=$ বেগ $\times$ সময়
সজলের গাবতলি যেতে প্রয়োজনীয় সময় $=$ দূরত্ব/বেগ $=\frac{12}{6}$ ঘণ্টা $=2$ ঘণ্টা
এবং গাবতলিতে বিশ্রাম নেয় $30$ মিনিট
এখন $2$ ঘণ্টা $30$ মিনিট $=\left(2+\frac{30}{60}\right)$ ঘণ্টা $=2\frac{1}{2}$ ঘণ্টা
$2$ ঘণ্টা $30$ মিনিটে কাজলের অতিক্রান্ত দূরত্ব
$=$ বেগ $\times$ সময়
$=4\times 2\frac12 =10$ কি.মি.
নিউমার্কেট থেকে গাবতলির দূরত্ব $=12$ কি.মি.
$\therefore$ বাকি পথ $=(12-10)$ কি.মি. $=2$ কি.মি.
ধরি, কাজল $x$ কি.মি. দূরত্বে সজলের সাথে মিলিত হবে।
প্রশ্নমতে,
$\frac x4=\frac{2-x}{6}$
[$\because$ সময়=দূরত্ব/বেগ এবং দুজন সমান সময় পর মিলিত হবে]
বা, $6x=8-4x$
বা, $6x+4x=8$
বা, $10x=8$
$\therefore x=\frac{8}{10}=\frac{4}{5}$ কি.মি.
$\therefore$ তারা নিউমার্কেট থেকে $10$ কি.মি.$+\frac45$ কি.মি বা, $\boxed{10\frac45}$ কি.মি. দূরত্বে মিলিত হবে। [Answer]