সন্তান প্রসবের সম্ভাব্য তারিখের পুর্ববর্তী ৮ সপ্তাহ এবং ৮ সপ্তাহের জন্য প্রসূতি কল্যাণ সুবিধা ও ছুটি পাইবে। দৈনিক, সাপ্তাহিক এবং মাসিক গড় মজুরী গণনার ক্ষেত্রে পুর্ববর্তী ৩ মাসে প্রাপ্ত তাহার মোট মজুরীকে উক্ত সময়ে তাহার মোট প্রকৃত কাজের দিনগুলো দিয়ে ভাগ করিতে হইবে। রেজিস্টার্ড চিকিৎসকের প্রত্যয়নপত্র পেশ করার পরবর্তী ৩ কর্ম দিবসের মধ্যে অথবা উক্ত প্রমাণ পেশের পরবর্তী ৮ সপ্তাহের মধ্যে অবশিষ্ট মেয়াদের সবিধা প্রদান করিবেন।
ধারা-৪৬, ৪৭-৪ (ক) (খ), ৪৮