2 Answers

0 like 0 dislike
by
selected by
 
Best answer

ধরি $\sqrt3$ একটি মূলদ সংখ্যা।

তাহলে এমন দুইটি পরস্পর সহমৌলিক স্বাভাবিক সংখ্যা $p$, $q>1$ থাকবে যে, $\sqrt3=\frac{p}{q}$

বা, $3=\frac{p^2}{q^2}$ [বর্গ করে]

অর্থাৎ $3q=\frac{p^2}{q}$ [উভয় পক্ষকে $q$ দ্বারা গুণ করে]

স্পষ্টত $3q$ পূর্ণসংখ্যা, কিন্তু $\frac{p^2}{q}$ পূর্ণসংখ্যা নয়, কারণ $p$ ও $q$ স্বাভাবিক সংখ্যা, এরা পরস্পর সহমৌলিক এবং $q>1$

$\therefore$ $3q$ এবং $\frac{p^2}{q}$ সমান হতে পারে না, অর্থাৎ $3q\neq\frac{p^2}{q}$

$\therefore$ কে $\frac{p}{q}$ আকারে প্রকাশ করা যায় না, অর্থাৎ $\sqrt3\neq\frac{p}{q}$

$\therefore$ $\sqrt3$ একটি অমূলদ সংখ্যা। $\square$

by
Note : যৌক্তিক প্রমাণের সমাপ্তির চিহ্ন হিসাবে $\square$ ব্যবহার করা হয়।

এটি পরীক্ষার খাতায় লিখা যাবে।
0 like 0 dislike
by

আমরা জানি, বাস্তব সংখ্যা দুই প্রকার, যথা

(১) মূলদ সংখ্যা

      (i) পূর্ণ সংখ্যা

      (ii) সমীম ভগ্নাংশ সংখ্যা

(২) অমূলদ সংখ্যা

অর্থাৎ $ \sqrt{3}$ পূর্ণসংখ্যা, ভগ্নাংশ সংখ্যা, অমূলদ সংখ্যা এই তিনটির যে কোনো একটিতে অবশ্যই হতে হবে।

প্রথমেই ধরি, $ \sqrt{3}$ একটি মূলদ সংখ্যা। মূলদ সংখ্যার দুইটি পার্ট (i) পূর্ণ সংখ্যা (ii) সসীম ভগ্নাংশ সংখ্যা।

প্রথমে, $ \sqrt{3}$ পূর্ণসংখ্যা কিনা তা প্রমাণ করার চেষ্টা করি,

আমরা জানি, স্বাভাবিক পূর্ণ সংখ্যার $N = 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15 \ldots \ldots \ldots$

এই $N$ এর ধারবাহিক সংখ্যাগুলোর কিছুকে বর্গমূল করে পাই

$~~~ \sqrt{1} < \sqrt{2} < \sqrt{3} < \sqrt{4} < \sqrt{5} < \ldots \ldots \ldots$

$= 1 < \sqrt{2} < \sqrt{3} < 2 < \sqrt{5} <\ldots \ldots \ldots$

দেখা যাচ্ছে $ \sqrt{3}$ এর অবস্থান $1$ এবং $2$ পূর্ণসংখ্যাদ্বয়ের এর মধ্যবর্তী। অর্থাৎ $1$ থেকে বড়, $2$ থেকে ছোট। কিন্তু আমরা জানি, $1$ এবং $2$ এর মধ্যবর্তী কোন পূর্ণ সংখ্যা নেই। সুতরাং $ \sqrt{3}$ পূর্ণ সংখ্যা নয়।

বাকি রইলো, সসীম ভগ্নাংশ সংখ্যা এবং অমূলদ সংখ্যা।

ধরি $ \sqrt{3}$ সসীম ভগ্নাংশ সংখ্যা।

ভগ্নাংশ সংখ্যা মানে এর হর এবং লব থাকতে হবে, ধরি হর $q$ এবং লব $p$,

ভগ্নাংশটির $p$ ও $q$ -কে কিছু শর্ত মানতে হবে, যেমন-

(i)  $p$ ও $q$ পূর্ণসংখ্যা হতে হবে।

(ii) হর $q$ অবশ্যই $1$ থেকে বড় হতে হবে। কারণ ভগ্নাংশের নিচে যদি $1$ থাকে তবে সেটি কোনো ভগ্নাংশই নয়, যেমন ${5 \over 1} = 5$ হবে। তাই নিচের হরটি অবশ্যই $1$ অপেক্ষা বড় হতে হবে।

(iii) $p$ ও $q$ সহ মৌলিক হতে হবে। এখনে $3$ এবং $15$ এর দিকে লক্ষ্য করুন, এখানে $15$ কে $3$ দিয়ে পরিপূর্ণ ভাগ যায়। $4$ এবং $16$ একই রকম। অর্থাং $p$ ও $q$ সংখ্যাদ্বয় এমন হতে হবে, যেখানে এরা একে অপরকে পরিপূর্ণ ভাগ যাবে না। মানে সহমৌলিক হতে হবে।

সুতরাং $ \sqrt{3} =$ সসীম ভগ্নাংশ সংখ্যা ${p \over q}$

বা, $3 = {p^2 \over q^2}$ [ উভয় পক্ষকে বর্গ করে ]

অর্থাৎ, $3q = {p^2 \over q}$ [ উভয় পক্ষকে $q$ দ্বারা গুণ করে ]

এখানে বামপক্ষে $3q$ পূর্ণ সংখ্যা,

কারণ $3$ পূর্ণ সংখ্যা এবং শর্ত (i) অনুসারে $q$-ও পূর্ণসংখ্যা। যে কোনো পূর্ণ সংখ্যাকে অন্য পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করলে পূর্ণ সংখ্যাই পাওয়া যায়। যেমন $3 \times 7 = 21, 5 \times 13 = 65$ ইত্যাদি। অর্থাৎ $3q$ একটি পূর্ণ সংখ্যা।

কিন্তু ডানপক্ষ ${p^2 \over q}$ পূর্ণসংখ্যা নয়। কারণ, শর্ত (iii) মতে $p$ ও $q$ সহ মৌলিক, এরা নিজেরাই একে অপকে পূর্ণভাবে ভাগ যাবে না, এবং এর একটিকে বর্গকরলেও অপরটি দ্বারা পূর্ণভাবে ভাগ যাবে না। সুতরাং ডানপক্ষ ${p^2 \over q}$ পূর্ণসংখ্যা নয়। যেখানে বামপক্ষ কিন্তু পূর্ণ সংখ্যা।

অর্থাৎ এখানে বামপক্ষ এবং ডানপক্ষ পরস্পর সমান নয়। মানে, $3q \neq {p^2 \over q}$

সুতরাং $ \sqrt{3}$ সসীম ভগ্নাংশ সংখ্যাও নয়।

আমরা আগেই বলেছিলাম $ \sqrt{3}$ কে তিনটি শর্ত (পূর্ণসংখ্যা, ভগ্নাংশ সংখ্যা, অমূলদ সংখ্যা)-এর যেকোনো একটিতে হতে হবে। কিন্তু দেখা যাচ্ছে $ \sqrt{2}$ তিনটি শর্তের দুটির মধ্যেই পড়ে না, মানে পূর্ণ সংখ্যা নয়, ভগ্নাংশ সংখ্যাও নয়। সুতরাং $ \sqrt{3}$ অমূলদ সংখ্যাই। 

by
এই Answer টি, বুঝার জন্য, এভাবে পরীক্ষার খাতায় লিখা যাবে না।

Related questions

9.4k questions

9.5k answers

122 comments

24 users

Welcome to QnAfy !

Ask questions, find answers, and spread the light of knowledge like the sun. On QnAfy, only registered users can post questions and answers.

If you are a teacher or student, you may register using your own name, your school/coaching center’s name, or your website’s name to actively contribute by asking or answering questions. This will help increase your or your institution’s visibility, and in the case of a website, it will boost your backlink profile as well.

So, Register Now

fb Group | fb Page
WhatsApp Message
Join Telegram Group

QnAfy – Where curiosity meets clarity.

Categories

For the best experience with math, please rotate your mobile to landscape mode or use a tablet, laptop, or PC for optimal viewing.
...