দেওয়া আছে, ত্রিভুজের পরিসীমা $45$ সে.মি. এবং বাহুগুলোর দৈর্ঘ্যের অনুপাত $3:5:7$
$\therefore$ অনুপাতের রাশিগুলোর যোগফল $3+5+7$$=15$
সুতরাং,
ত্রিভুজের প্রথম বাহুর দৈর্ঘ্য $(45$ এর $\frac{3}{15})$$=9$ সে.মি.
ত্রিভুজের দ্বিতীয় বাহুর দৈর্ঘ্য $(45$ এর $\frac{5}{15})$$=15$ সে.মি.
ত্রিভুজের তৃতীয় বাহুর দৈর্ঘ্য $(45$ এর $\frac{7}{15})$$=21$ সে.মি.
নির্ণেয় ত্রিভুজের বাহুগুলোর পরিমাণ $9$ সে.মি., $15$ সে.মি. ও $21$ সে.মি.। [Answer]