মনে করি, শ্রেণিটির বেঞ্চ সংখ্যা $x$
যেহেতু প্রতিবেঞ্চে $6$ জন করে ছাত্রী বসালে ২টি চেঞ্জ খালি থাকে, সেহেতু ঐ শ্রেণির ছাত্রী সংখ্যা $6(x-2)$
আবার, যেহেতু প্রতিবেঞ্চে $5$ জন করে বসালে $6$ জন ছাত্রীকে দাঁড়িয়ে থাকতে হয়, সেহেতু ঐ শ্রেণির ছাত্রী সংখ্যা $5x+6$
যেহেতু ছাত্রী সংখ্যা একই থাকবে,
সুতরাং
$6(x-2)=5x+6$
বা, $6x-12=5x+6$
বা, $6x-5x=6+12$
$\therefore x=18$
সুতরাং, শ্রেণির বেঞ্চের সংখ্যা $18$টি। [Answer]