
$4$ সেমি বাহুবিশিষ্ট বর্গক্ষেত্র $ABCD$ এর পরিলিখিত বৃত্ত আঁকা হলো, যার ক্ষেত্রেফল নির্ণয় করতে হবে।
ধরি, প্রতি বাহু $a=AB=BC=CD=AD=4$ সেমি এবং বর্গের কর্ণ $AC=b$
সমকোণী ত্রিভুজ $ABC$ এ পিথাগোরাসের সূত্র অনুসারে,
অতিভুজ২=লম্ব২+ভূমি২
$AC^2=AB^2+BC^2$
বা, $b^2=a^2+a^2$
বা, $b^2=2a^2$
বা, $b^2=2 \times 4^2$
বা, $b=\sqrt{2 \times 4^2}$
বা, $b=\sqrt{2} \times 4$
$\therefore b=4\sqrt{2}$
অর্থাৎ সমকোণী ত্রিভুজ $ABC$ এর অতিভুজ $b=4\sqrt{2}$ যা, বর্গক্ষেত্র $ABCD$ এর কর্ণ এবং যা বৃত্তের ব্যাস।
অর্থাৎ বৃত্তটির ব্যাস $AC=b=4\sqrt{2}$,
সুতরাং ব্যসার্ধ $r=\frac{4\sqrt{2}}{2}=2\sqrt{2}$
আমরা জানি, বৃত্তের ক্ষেত্রফল $\pi r^2$ বর্গ একক
$=\pi \left(2\sqrt{2}\right)^2$ বর্গ সেমি
$=\pi 4 \times 2$ বর্গ সেমি
$=8\pi$ বর্গ সেমি
সুতরাং, $4$ সেমি বাহুবিশিষ্ট বর্গক্ষেত্রে পরিলিখিত বৃত্তের ক্ষেত্রফল $8\pi$ বর্গসেমি।