দেওয়া আছে, মুনাফা আসলের $\frac{2}{5}$ অংশ
অর্থাৎ, মুনাফা আসল একতে $2+5=7$ অংশ
তাহলে,
$7$ অংশ = $5600$ টাকা
$1$ অংশ = $\frac{5600}{7}=800$ টাকা
সুতরাং,
মুনাফা $(I)$ = $2$ অংশ $\times$ $800$ টাকা = $1600$ টাকা
আসল $(P)$ = $5$ অংশ $\times$ $800$ টাকা = $4000$ টাকা
দেওয়া আছে, মুনাফার হার $(r)=8\%$
সুতরাং,
আমরা জানি, সময় $(n)=\frac{I}{Pr} \times 100$
$=\frac{1600}{4000 \times 8} \times 100$
$=5$ বছর