মনে করি, আরিফের বয়স $5x$ এবং আকিবের বয়স $3x$ বছর
প্রশ্নমতে,
$5x=20$
বা, $x=\frac{20}{5}$
$\therefore x=4$
সুতরাং আকিবের বয়স $3x$$=3 \times 4$$=12$ বছর
আবার, ধরি $y$ বছর পর তাদের বয়সের অনুপাত $7:5$ হবে।
$\frac{20+y}{12+y}=\frac{7}{5}$
বা, $100+5y=84+7y$
বা, $7y-5y=100-84$
বা, $2y=16$
বা, $y=\frac{16}{2}$
$\therefore y=8$
$\therefore 8$ বছর পর বয়সের অনুপাত $7:5$ হবে। [Answer]