ধরি, ত্রিভুজটির বাহুদ্বয়ের দৈর্ঘ্য $3x$, $4x$ ও $5x$
প্রশ্নমতে,
$3x+4x+5x=36$
বা, $12x=36$
বা, $x=\frac{36}{12}$
$\therefore x=3$
$\therefore$ বৃহত্তম বাহুর দৈর্ঘ্য $5 \times 3$$=15$ সে.মি.
ত্রিভুজটির অপর বাহুদ্বয়ের দৈর্ঘ্য $3x$$=3 \times 3$$=9$ সে.মি.
এবং $4x$$=4 \times 3$$=12$ সে.মি.
অর্ধপরিসীমা $\frac{36}{2}$$=18$ সে.মি.
সুতরাং, ক্ষেত্রফল
$\sqrt{18(18-9)(18-12)(18-15)}$ বর্গ সে.মি.
$=\sqrt{18 \times 9 \times 6 \times 3}$ বর্গ সে.মি.
$=\sqrt{2916}$ বর্গ সে.মি.
$=54$ বর্গ সে.মি.