মনে করি, এজন পিওন পায় $x$ টাকা (সমানুপাতিক $x$ ধরে)
তাহলে, একজন করণিক পায় $2x$ টাকা এবং একজন কর্মকর্তা পায় $4x$ টাকা।
প্রশ্নমতে,
$(4x \times 2) + (2x \times 7) + (x \times 3)=150000$
বা, $8x+14x+3x=150000$
বা, $x=\frac{150000}{25}$
$\therefore x=6000$
সুতরাং একজন পিওনের বেতন $6000$ টাকা।
একজন করণিকের বেতন $(6000 \times 2)$$=12000$ টাকা এবং একজন কর্মকর্তার বেতন $(6000 \times 4)$$=24000$ টাকা।
$\therefore$ প্রত্যেক কর্মকর্তা $24000$ টাকা, করণিক $12000$ টাকা এবং পিওন $6000$ টাকা বেতন পায়। [Answer]