মনে করি, সেচ পাওয়ার পরে ফলনের পরিমাণ $x$ কুইন্টাল।
সেচ আসার আগের ফলন : সেচ আসার পরের ফলন $=4:7$
প্রশ্নানুসারে,
$304:x=4:7$
বা, $\frac{304}{x}=\frac{4}{7}$
বা, $4x=7 \times 304$
বা, $x=\frac{7 \times 304}{4}$
$\therefore x=532$
সুতরাং সেচ পাওয়ার পরে ফলন হবে $532$ কুইন্টাল। [Answer]