মনে করি, উৎপন্ন চালের পরিমাণ $x$ কুইন্টাল এবং উৎপন্ন সুজির পরিমাণ $y$ কুইন্টাল।
প্রশ্নানুসারে,
ধান : চাল $=3:2$
বা, $1:x=3:2$
বা, $\frac{1}{x}=\frac{3}{2}$
$\therefore x=\frac{2}{3}$
$\therefore$ চালের পরিমাণ $\frac{2}{3}$ কুইন্টাল
আবার,
গম : সুজি $=4:3$
বা, $1:y=4:3$
বা, $\frac{1}{y}=\frac{4}{5}$
$\therefore y=\frac{3}{4}$
সুতরাং সুজির পরিমাণ $\frac{3}{4}$ কুইন্টাল।
উৎপন্ন চাল : উৎপন্ন সুজি
$\frac{2}{3}:\frac{3}{4}$
$=\left(\frac{2}{3}\times 12\right):\left(\frac{3}{4} \times 12\right)$
$=8:9$
সুতরাং উৎপন্ন চাল ও সুজির অনুপাত $8:9$ [Answer]