দেওয়া আছে,
১ম জমির দৈর্ঘ্য : ২য় জমির দৈর্ঘ্য $3:4$
এবং ১ম জমির প্রস্থ : ২য় জমির প্রস্থ $2:5$
ধরি, ১ম জমির দৈর্ঘ্য $3x$ মিটার ও ২য় জমির দৈর্ঘ্য $4x$ মিটার এবং ১ম জমির প্রস্থ্য $2y$ মিটার ও ২য় জমির প্রস্থ্য $5y$ মিটার
সুতরাং, ১ম জমির ক্ষেত্রফল $3x \times 2y$$=6xy$ বর্গমিটার
এবং, ২য় জমির ক্ষেত্রফল $4x \times 5y$$=20xy$ বর্গমিটার
প্রশ্নমতে,
$6xy=432$
বা, $xy=\frac{432}{6}$
$\therefore xy=72$
সুতরাং ২য় জমি বা অপর জমির ক্ষেত্রফল $20xy$$=20 \times 72$$=1440$ বর্গমিটার। [Answer]