মনে করি, বৃত্তটির ব্যাসার্ধ $r$ একক এবং বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য $x$ একক।
আমরা জানি, বৃত্তের ক্ষেত্রফল $\pi r^2$ বর্গএকক
বর্গক্ষেত্রের ক্ষেত্রফল $x^2$ বর্গএকক।
প্রশ্নমতে,
$\pi r^2=x^2$
বা, $\frac{r^2}{x^2}=\frac{1}{\pi}$
বা, $\sqrt{\frac{r^2}{x^2}}=\sqrt{\frac{1}{\pi}}$
বা, $\frac{r}{x}=\frac{1}{\sqrt{\pi}}$ -----($i$)
আবার, বৃত্তের পরিসীমা $2\pi r$ একক এবং বর্গক্ষেত্রের পরিসীমা $4x$ একক।
সুতরাং
বৃত্তের পরিসীমা/বর্গক্ষেত্রের পরিসীমা
$=\frac{2 \pi r}{4x}$
$=\frac{\pi r}{2x}$
$=\frac{\pi}{2}\times \frac{r}{x}$
$=\frac{\pi}{2}\times \frac{1}{\sqrt{\pi}}$ [($i$) অনুসারে]
$=\frac{\sqrt{\pi} \cdot \sqrt{\pi}}{2}\times \frac{1}{\sqrt{\pi}}$
$=\frac{\sqrt{\pi}}{2}$
এবং বৃত্তের পরিসীমা : বর্গক্ষেত্রে পরিসীমা $=\sqrt{\pi}:2$$=\pi : 2\sqrt{\pi}$ [Answer]