
মনে করি,
স্তম্ভের উচ্চতা $AB=h$ মিটার এবং শীর্ষের উন্নতি $\angle ACB=60^\circ$। $C$ বিন্দু থেকে $CD=25$ মিটার পিছিয়ে গেলে উন্নতি $\angle ADB=30^\circ$ হয়।
ধরি, $BC=x$ মিটার
$\therefore BD=BC+CD=(x+25)$ মিটার
$\triangle ABC$ থেকে পাই,
$tan60^\circ=\frac{AB}{BC}$
বা, $\sqrt3=\frac{h}{x}$
[$\because tan60^\circ=\sqrt3$]
$\therefore x=\frac{h}{\sqrt3}$ -----($i$)
আবার, $\triangle ABD$ থেকে পাই,
$tan \angle ADB=\frac{AB}{BD}$
বা, $tan \angle30^\circ=\frac{h}{x+25}$
বা, $\frac{1}{\sqrt3}=\frac{h}{x+25}$
[$\because tan 30^\circ =\frac{1}{\sqrt3}$
বা, $\sqrt3 h=x+25$
বা, $\sqrt3h=\frac{h}{\sqrt3}+25$
[($i$) নং সমীকরণের সাহায্যে]
বা, $\sqrt3h=\frac{h+25\sqrt3}{\sqrt3}$
বা, $\sqrt3\cdot\sqrt3h=h+25\sqrt3$
বা, $3h=h+25\sqrt3$
বা, $3h-h=25\sqrt3$
বা, $2h=25\sqrt3$
বা, $h=\frac{25\sqrt3}{2}$
$\therefore h=21.651$ (প্রায়)
সুতরাং স্তম্ভটির উচ্চতা $21.651$ মিটার (প্রায়) [Answer]