বাবর ছিলেন মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা, যিনি ১৫৩০ সালে মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুর পর তাঁর পুত্র হুমায়ুন মুঘল সাম্রাজ্যের সিংহাসনে অধিষ্ঠিত হন।
বাংলার মসনদের প্রসঙ্গে:
বাবরের সময় বাংলার উপর সরাসরি মুঘল শাসন প্রতিষ্ঠিত হয়নি।
বাংলায় তখন আফগান শাসকরা, বিশেষ করে শের শাহ সূরী, ক্ষমতায় ছিলেন।
হুমায়ুনের শাসনকালে বাংলায় শের শাহ সূরীর প্রভাব বৃদ্ধি পায় এবং তিনি হুমায়ুনকে পরাজিত করে বাংলাসহ উত্তর ভারতের বড় অংশ দখল করেন।
তাই ঐতিহাসিকভাবে বলা যায়, বাবরের মৃত্যুর পর বাংলার মসনদে শের শাহ সূরীর আধিপত্য প্রতিষ্ঠিত হয়, যদিও তিনি সরাসরি বাবরের উত্তরসূরি নন, বরং একজন প্রতিদ্বন্দ্বী আফগান শাসক ছিলেন।