থলিতে মোট বলের সংখ্যা: $5 + 10 + 20 = 35$
সাদা বলের সংখ্যা: $10$
সাদা না হওয়ার সম্ভাবনা মানে নীল বা কালো বল পাওয়ার সম্ভাবনা।নীল এবং কালো বলের সংখ্যা: $5 + 20 = 25$
সুতরাং, সাদা না হওয়ার সম্ভাবনা: $\frac{25}{35} = \frac{5}{7}$
অর্থাৎ একটি থলিতে $5$টি নীল, $10$টি সাদা, $20$টি কালো বল আছে। দৈব চয়নের মাধ্যমে একটি বল তুললে সেটি সাদা না হওয়ার সম্ভাবনা $\frac{5}{7}$