ধরি, দ্বিতীয় অংশের আসল $x$ টাকা।
দেওয়া আছে, প্রথম অংশের মুনাফা = দ্বিতীয় অংশের মুনাফা
আমরা জানি, মুনাফা $(I) = Pnr \times \frac{1}{100}$ টাকা
সুতরাং,
$500 \times 4 \times 6 \times \frac{1}{100} = x \times \frac{5}{2} \times 5 \times \frac1{100}$
বা, $120 = x \times \frac{25}2 \times \frac1{100}$
বা, $120=\frac{25x}2 \times \frac1{100}$
বা, $120=\frac{\bcancel{25}x}2\times\frac1{\displaystyle\underset4{\bcancel{100}}}$
বা, $120=\frac{x}8$
বা, $960=x$
$\therefore x=960$
অর্থাৎ, দ্বিতীয় অংশের আসল $x=960$ টাকা।