প্রথম অংশে, আসল $(P)=800$ টাকা, সময় $(n)=5$ বছর, সুদের হার $(r)=12\frac12\%=\frac{25}{2}\%$, সুদ $(I)$ নির্ণয় করতে হবে।
আমরা জানি, সুদ $(I) = Pnr \times \frac{1}{100}$ টাকা
$=800 \times 5 \times \frac{25}{2} \times \frac{1}{100}$
$=500$ টাকা
প্রশ্নমতে, প্রথম অংশের সুদ ও দ্বিতীয় অংশের সুদ সমান। সুতরাং দ্বিতীয় অংশেরও সুদ $(I)=500$ টাকা।
দেওয়া আছে, দ্বিতীয় অংশে সময় $(n)=10$ বছর, সুদের হার $(r)=4\%$, আসল $(P)$ নির্ণয় করতে হবে।
আমরা জানি, আসল $(P) = \frac{I}{nr} \times 100$ টাকা
$=\frac{500}{10 \times 4} \times 100$
$=1250$ টাকা