দেওয়া আছে সুদ, সুদাসলের $\frac{1}{5}$ অংশ।
এই সুদাসলের মধ্যে, সুদ যদি $1$ অংশ/টাকা হয়, আসল হবে $(5-1)$ বা $4$ অংশ/টাকা
এই $1$ অংশ/টাকা সুদ ৫ বছরের, সুতরাং এক বছরে সুদ হবে $\frac{1}{5}$ অংশ/টাকা
১ বছরে,
আসল $4$ অংশ/টাকা হলে সুদ হবে $\frac{1}{5}$ অংশ/টাকা,
আসল $(4 \times 25)$ বা $100$ টাকা হলে সুদ হবে $\left(\frac{1}{5} \times 25\right)$ বা $5$ টাকা