বিকল্প সমাধান:
মনে করি, সৌরভ প্রত্যেককে ধার দেয় $x$ টাকা করে
তাহলে মোমেনের সুদ নির্ণয় করি:
এখানে, সুদ $(I_1)=?$ টাকা, আসল $(P)=x$ টাকা, সময় $(n)=3$ বছর, সুদের হার $(r_1)=8$%
আমরা জানি, $I=Pnr \times \frac{1}{100}$
বা, $I_1=x \times 3 \times 8 \times \frac{1}{100}$ = $\frac{6x}{25}$ টাকা
এবং রুবেলের সুদ নির্ণয় করি:
এখানে, সুদ $(I_2)=?$ টাকা, আসল $(P)=x$ টাকা, সময় $(n)=3$ বছর, সুদের হার $(r_2)=12$%
আমরা জানি, $I=Pnr \times \frac{1}{100}$
বা, $I_2=x \times 3 \times 12 \times \frac{1}{100}$ = $\frac{9x}{25}$ টাকা
দেওয়া আছে, মোট সুদের পরিমাণ $I_1+I_2=720$ টাকা
বা, $\frac{6x}{25} + \frac{9x}{25} = 720$ টাকা
বা, $\frac{6x+9x}{25} = 720$ টাকা
বা, $\frac{15x}{25} = 720$ টাকা
বা, $\frac{3x}{5} = 720$ টাকা
বা, $x = 720 \times \frac{5}{3} = 1200$ টাকা