এখানে, আসল $(P)=400$ টাকা, মুনাফার হার $(r)=5\%$, সময় $(n)=2$ বছর, চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করতে হবে।
আমরা জানি, চক্রবৃদ্ধি মূলধন $(C)=P\left(1+\frac{r}{100}\right)^n$
$=400\times\left(1+\frac{5}{100}\right)^2$
$=400\times\left(1+\frac{1}{20}\right)^2$
$=400\times\left(\frac{20+1}{20}\right)^2$
$=400\times\left(\frac{21}{20}\right)^2$
$=400\times\frac{441}{400}$
$=441$
সুতরাং, বার্ষিক ৫% হার মুনাফায় ৪০০ টাকার ২ বছরের চক্রবৃদ্ধি মূলধন ৪৪১ টাকা।